Special Note:
Email: info@yfbd.org, Phone: +880 1771662288, +880 2222228165
info@yfbd.org

About Volunteer

Youth for Bangladesh

স্বেচ্ছাসেবক হবার শর্ত/ দায়িত্ব-কর্তব্য


পুরো বাংলাদেশে আমাদের মোট ৩৫০০+ নিবন্ধিত ভলেন্টিয়ার আছে যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ/জরুরি অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। একজন সেচ্ছাসেবক এর বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে যেগুলো যথাযথভাবে পালন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

ভলান্টিয়ার হবার শর্ত/ দায়িত্ব-কর্তব্য:

১। সকল ধরনের সামাজিক এবং সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহন করার মানসিকতা থাকতে হবে।
২। ইয়থ ফর বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া ইয়থ ফর বাংলাদেশ এর নাম কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।
৩। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ব্যাতিত কোন সেচ্ছাসেবক সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা কর্মী কিংবা অন্য কারো থেকে কোন প্রকার চাঁদা/আর্থিক অনুদান সংগ্রহ করা যাবে না।
৪। কেন্দ্রীয় কমিটি যে কোন সময় সেচ্ছাসেবক নিবন্ধন বাতিল বা তা স্থগিত করার অধিকার রাখে।
৫। ইয়থ ফর বাংলাদেশ এর সাথে কোন ধরনের রাজনৈতিক/বানিজ্যিক কর্মকান্ড এক করা যাবে না।
৬। যে সকল সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি গ্রহন করবে, সকল সেচ্ছাসেবক তা মেনে চলতে বাধ্য থাকবে।
৭। কোন সেচ্ছাসেবক অন্তভূক্ত বা বহির্ভুক্ত কেন্দ্রীয় কমিটি দ্বারা অনুমোদিত হবে।
৮। দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৯। কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে অংশগ্রহন করা যাবে না। কোনো স্বেচ্ছাসেবকের ব্যাক্তিগত অপরাধ এর দায়ভার ইয়থ ফর বাংলাদেশ নিবে না।
১০। ইয়থ ফর বাংলাদেশ এর অনুমোদিত কোন কার্যক্রম ব্যাতিত ইয়থ ফর বাংলাদেশের টি-শার্ট ব্যাবহার করা যাবে না।