Special Note:
This website is under Construction. Sorry for the inconvenience. Email: info@yfbd.org, Phone: +880 1771662288, +880 2222228165
info@yfbd.org

Two Handfuls of Rice

Youth for Bangladesh

দু মুঠো চাল


দু মুঠো চাল আমাদের একটি গ্রামীণ ভিত্তিক প্রকল্প। শহরকেন্দ্রিক মানুষের পাশাপাশি গ্রামীণ মানুষদেরকেও দাতব্য কাজে অংশীদার করতে আমরা এই প্রকল্পটির কাজ করছি। অনেক বয়স্ক দরিদ্র, অসহায় মানুষকে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। সারাদিন বহু পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীরে সামান্য কিছু চাল নিয়ে ফিরতে হয় তাকে। যেটা দিয়ে ১ দিনের বেশি ২ দিন রান্না করা সম্ভব হয় না। আমরা এই বিষয়টি পরিবর্তন করতে চেয়েছি।

গ্রামে বসবাসরত সচ্ছল মানুষের ঘরে আমাদের একটি কলসি দেয়া থাকে যেখানে গৃহকর্তী রান্না করার আগে হাড়ি থেকে দুমুঠো চাল সেখানে তুলে রাখেন। প্রতি মাসে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এ চাল সংগ্রহ করা হয় এবং উক্ত এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি মাসে চাল পৌঁছে দেয়া হয়।

মূলত ভিক্ষাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে এবং গ্রামীণ সমাজে বসবাসরত মানুষের মাঝে দাতব্য কাজের সাথে পরিচয় ঘটাতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।