Special Note:
Email: info@yfbd.org, Phone: +880 1771662288, +880 2222228165
info@yfbd.org

Flood Relief

Youth for Bangladesh

বন্যার্তদের ত্রাণ


নদীমাতৃক বাংলাদেশে বন্যা প্রবণতা থাকে অনেক। প্রতিবছরই বাংলাদেশে বন্যা দেখা দেয়। ফসলি জমি পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায় ফসল। যার ফলশ্রুতিতে কৃষক থেকে শুরু করে নিন্ম আয়ের অসহায় মানুষ বিপাকে পড়েন। এরকম জরুরি মুহূর্তে এসব মানুষের পাশে দাঁড়াতে আমরা ছুটে যাই তাদের নিকট। শুকনা খাবার, মুদি বাজার, কিংবা রান্না করা খাবার সহ প্রয়োজনীয় ওষুধপত্র ও স্যালাইন বিতরণ করা হয় এই বন্যার্তদের মাঝে। প্রয়োজনে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।

বন্যার্তদের ত্রাণ হিসেবে আমরা যা যা দিয়ে থাকি:

  • শুকনা খাবার
    • ▶  চিড়া
    • ▶  মুড়ি
    • ▶  গুড়
    • ▶  বিস্কিট
    • ▶  পাউরুটি
  • ফুড প্যাকেজ
    • ▶  চাল
    • ▶  ডাল
    • ▶  তেল
    • ▶  আটা
    • ▶  পেঁয়াজ
    • ▶  লবণ
  • ঔষধ
    • ▶  খাবার স্যালাইন
    • ▶  ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পত্র
  • অন্যান্য
    • ▶  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
    • ▶  বিশুদ্ধ পানি
    • ▶  মোমবাতি
    • ▶  ম্যাচ বাক্স