ডেইলি টেন মেম্বার
'ডেইলি টেন মেম্বার' হলো আমাদের সদস্যদের একটি পদবী। আমাদের ডেইলি টেন মেম্বাররা দৈনিক ১০ টাকা করে নিজেদের কাছে রাখেন ও মাস শেষে এক একজনের কাছে ৩০০ টাকা করে হয়। এরপর প্রতি মাসে জমাকৃত ৩০০ টাকা আমাদের তহবিলে প্রদান করেন। সবার টাকার মিলিত তহবিল থেকে চলে আমাদের তিনটি প্রজেক্ট।
১. ভালো কাজের হোটেল এর মাধ্যমে প্রতিদিন ছিন্নমূল অসহায় মানুষ পাচ্ছে খাদ্য ।
২. সুবিধাবঞ্চিত পথশিশুরা পাচ্ছে সুশিক্ষা
৩. ভালো কাজের হাসপাতালের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষ পাচ্ছে চিকিৎসা।
সর্বপ্রথম ২০০৯ সালে ১০ জন মেম্বার দিয়ে শুরু হয়েছিল আমাদের ডেইলি টেন মেম্বারদের কার্যক্রম। বর্তমানে আমাদের মেম্বার সংখ্যা ১৪০০ জনের অধিক। মূলত ডেইলি টেন মেম্বার হচ্ছে একটি সংঘবদ্ধ গ্রুপ। আমাদের গর্বিত ডেইলি টেন মেম্বাররা সর্বদা চেষ্টা করেন ভালো কাজ করতে ও মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই পথচলা।আমরা আমাদের ডেইলি টেন মেম্বারদের একটি পুনঃ ব্যবহারযোগ্য ব্যাঙ্ক দিয়ে থাকি যেখানে দৈনিক ১০ টাকা জমা করা যায় , এরপর প্রতি মাসে ৩০০ টাকা হলে আমরা তা সংগ্রহ করি।
১. ভালো কাজের হোটেল এর মাধ্যমে প্রতিদিন ছিন্নমূল অসহায় মানুষ পাচ্ছে খাদ্য ।
২. সুবিধাবঞ্চিত পথশিশুরা পাচ্ছে সুশিক্ষা
৩. ভালো কাজের হাসপাতালের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষ পাচ্ছে চিকিৎসা।
সর্বপ্রথম ২০০৯ সালে ১০ জন মেম্বার দিয়ে শুরু হয়েছিল আমাদের ডেইলি টেন মেম্বারদের কার্যক্রম। বর্তমানে আমাদের মেম্বার সংখ্যা ১৪০০ জনের অধিক। মূলত ডেইলি টেন মেম্বার হচ্ছে একটি সংঘবদ্ধ গ্রুপ। আমাদের গর্বিত ডেইলি টেন মেম্বাররা সর্বদা চেষ্টা করেন ভালো কাজ করতে ও মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই পথচলা।আমরা আমাদের ডেইলি টেন মেম্বারদের একটি পুনঃ ব্যবহারযোগ্য ব্যাঙ্ক দিয়ে থাকি যেখানে দৈনিক ১০ টাকা জমা করা যায় , এরপর প্রতি মাসে ৩০০ টাকা হলে আমরা তা সংগ্রহ করি।