Special Note:
Email: info@yfbd.org, Phone: +880 1771662288, +880 2222228165
info@yfbd.org

Daily Ten School

Youth for Bangladesh

আজকের সুশিক্ষিত শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ


'সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি ও সুশিক্ষা আমাদের প্রতিজ্ঞা' -এই স্লোগানকে কেন্দ্র করে ২০১৫ সাল থেকে চলছে আমাদের শিক্ষা কার্যক্রম। আমাদের রয়েছে ৩ টি ফর্মাল স্কুল ও ২ টি প্রি সেন্টার। মোট ৬২০ জন সুবিধাবঞ্চিত শিশু আমাদের বিদ্যালয়ের মনোরম পরিবেশে সম্পূর্ণ বিনামূল্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাচ্ছে। শুধু শিক্ষাই নয়, আমাদের স্কুলে আসা সকল সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিদিন দেওয়া হয় পুষ্টিকর খাবার। সপ্তাহের প্রতিদিনই সবরকম পুষ্টিকর খাবারের আলাদা আলাদা রুটিন রয়েছে আমাদের। দুধ, ডিম, কলা, সিজনাল ফল, নুডুলস, বিস্কিট ইত্যাদি উল্লেখযোগ্য নাস্তা। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আমাদের অনেক এতিম শিক্ষার্থী রয়েছে যারা আমাদের শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক সুবিধা পাচ্ছে ।

একজন ছাত্র/ছাত্রী পড়াশোনা করানোর ক্ষেত্রে আমাদের গড়ে ১৫০০ টাকা খরচ হয়। এই খরচের মধ্যে তার বই,খাতা, নাস্তা, স্কুলের ব্যাগ, জুতা, হাইজিন প্রোডাক্ট, শিক্ষিকাদের বেতন, স্কুল ভাড়া সবকিছু অন্তর্ভুক্ত।

আপনিও চাইলে একজন/ দুইজন / আপনার সাধ্য মতো কয়েকটি বাচ্চার স্পন্সর হতে পারেন।